মোকাররম হোসেন (ফুলবাড়ী, দিনাজপুর) ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১১৬৭) ফুলবাড়ী শাখা ষ্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জুলাই, ২০২২ ইং) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। রাত ৯টায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মো. মহসিন আলী সরকার ও সাধারণ সম্পাদক পদে এটিএম মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচনের প্রাপ্ত ফলাফল হতে দেখা যায়, সহ-সভাপতি মো.জাহাঙ্গির আলম ও মো. জামান; যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম; সহ-সম্পাদক ঝিনুক; সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সরকার, সহ-সাংগাঠনিক সম্পাদক অমিত কুমার মহন্ত; অর্থ সম্পাদক রিমু; সড়ক সম্পাদক সহিদুল ইসলাম; দপ্তর সম্পাদক ইমদাদুল হক; প্রচার সম্পাদক জনি ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর আলম; কার্যকরী সদস্য আ. আজিজ, আ. খালেক ও ছামেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২১ পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি:১১৬৭) এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ষ্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মো. শেখ বাদশা বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে দায়িত্বরত ফুলবাড়ী থানার এস.আই আজাদ জানান, সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
Leave a Reply