মেহেদী হাসান ।।
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এধারাবাহিকতাকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ আগষ্ট) বিকেল ৪ ঘটিকার সময় গোড়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল অংশ গ্রহণ করে। ‘ক্যামিষ্ট ফুটবল একাদশ’ এবং দর্জি, গার্মেন্টস ও জুতার ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ‘ফুটবল একাদশ’। খেলায় দর্জি, গার্মেন্টস ও জুতা ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ফুটবল একাদশের পক্ষে প্রথমার্ধে গোল করেন ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার জাহাঙ্গীর আলম। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তার দলের বিজয় নিশ্চিত করেন।
ক্যামিষ্ট ফুটবল একাদশের পক্ষে একটি গোল করেন ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আবুল কালাম আজাদ। নির্ধারিত সময়ে দর্জি, গার্মেন্টস ও জুতা ব্যবসায়ী ফুটবল একাদশ ২-১ গোলে ক্যামিষ্ট ফুটবল একাদশকে পরাজিত করে।
ফুটবল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোলরক্ষক আয়ূব হোসেন। পুরস্কারটি প্রদান করেন মিমপেক্স এগ্রো কেমিক্যাল কোম্পানি। প্রথম গোলদাতার পুরস্কার তুলেদেন ব্যাংক এশিয়ার পক্ষে আশরাফুল আলম বাটুল।
ফুটবল ম্যাচটি পরিচালনা করেন, অভিজ্ঞ রেফারি আমানত আলী। সহকারী রেফারি হিসাবে ছিলেন, নিরব হোসেন ও আল মাহমুদ (এমিলি) এবং ধারাভাষ্যকরের দায়িত্ব পালন করেন ঝিকরগাছা থেকে আগত ডাঃ আবু রায়হান রাজ ও শ্রী লক্ষন।
ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সেলিম রেজা বিপুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, হাজ্বী আব্দুল খালেক, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইদুল ইসলাম, ইউপি সদস্য খলিলুর রহমান, চাঁন মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি রানা আহম্মেদ, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম বাটুল, সাবেক ইউপি সদস্য আলাউদ্দীন, এএসাই জসিম উদ্দীন, অন্যতম কসমেটিক্স ব্যবসায়ী রবিওল ইসলাম, মুদি ব্যবসায়ী ওলিয়ার রহমান, আশানুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Leave a Reply