বিনোদন প্রতিবেদক ।।
নায়িকা ইয়ামিন হক ববির বিয়ে নিয়ে অনেক ভক্তের মনেই প্রশ্ন রয়েছে। কবে তিনি বিয়ে করবেন নাকি বিয়ের খবর গোপন রেখেছেন এমন কিছু প্রশ্নের উত্তর তারা বারবার খুঁজে ফেরেন। তবে এ নায়িকা বিয়ে নিয়ে খোলাখুলি আলাপ করেছেন। বিয়ের প্রসঙ্গ বারবার ওঠায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি।
ববি বলেন, বিয়ে করার মতো অবস্থা আসেনি সত্যি বলতে। বিয়ে তো সামাজিক প্রক্রিয়া এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমার যদি ফিল হতো তখন আমি বিয়ে করতাম। আমার এ রকম ফিল হয়নি। এজন্য বিয়ে করিনি। তবে বিয়ে করলে লুকাবো না।
কেউ কেউ বলছেন বিয়ে করলে ক্রেজ কমে যাবে এই শঙ্কা থেকে নাকি আপনি পিছু হটছেন? ববি উত্তরে বলেন, এটা কোনো কথা হলো নাকি! নায়িকারা কি পুতুল নাকি! বিয়ে একটা জিনিস, ক্যারিয়ার আরেকটা জিনিস। যারা অন্য পেশায় রয়েছেন তারা কি বিয়ে করে না!
এদিকে রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন ববি। যেখানে তিনি একজন নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, অনেকেই ভাবেত পারেন নায়িকার চরিত্রে অভিনয় করেছি বলে খুব সহজেই অভিনয় করতে পারছি। কিন্তু বিষয়টা এমন না কারণ অন্য একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছি। ক্রাইসিস আর সবার লাইফস্টাইল এক থাকে না। যেমন আমি স্মোক করি না। চরিত্রের প্রয়োজনে স্মোক করতে হয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এ কাজটিও চ্যালেঞ্জ নিয়ে করেছি।
Leave a Reply