রবিউল ইসলাম (ঝিনাইদহ) ।।
ঝিনাইদহের মহেশপুরে ৬টি সোনারবারসহ স্বর্ন চোরাচালানকারী রাসেল (২৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বড়বাড়ি গ্রামের বাহার ইটভাটার নিকট পাকা রাস্তায় ইজিবাইক চালক রাসেলের পকেট থেকে ৬টি সোনারবারসহ তাকে আটক করা হয়।
আকটকৃত রাসেল মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।
মহেশপুর ৫৮বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির নায়েব সুবেদার মাহাবুব হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ৬টি সোনারবারসহ রাসেলকে আটক করে।
আটককৃত রাসেল বিজিবি’র কাছে জানায় গ্রামের কালু মিয়ার ছেলে আতাউল হক তাকে যশোর পাঠায়। যশোর লালদিঘিরপাড় থেকে টেলিফোনে যোগাযোগর মাধ্যমে এক ব্যক্তি তার কাছে একটি ছোট প্যাকেট দিলে সে বহন করে নিয়ে আসছিল পথিমধ্যে সে বিজিবির হাতে ধরা পড়ে।
সে আরো জানায়, সোনা চোরাকারবারি আতাউল হক তাকে মাসে ১৬ হাজার টাকা দেয়। গত ২০ দিনের ব্যবধানে ১২ ক্ষেপের মাথায় সে ধরা পড়ে বলে বিজিবি জানায়। ৬টি স্বর্নের বারের ওজন ৫ ভরি ৯৯.৮৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৮১ হাজার ১শ’ ৬ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
Leave a Reply