মোকাররম হোসেন (ফুলবাড়ী, দিনাজপুর) ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার মাধ্যামে নানা কর্মসুচিতে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply