বেনাপোল প্রতিনিধি ।।
শার্শায় বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশাল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শার্শা বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সমনে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মনিরুজ্জামান। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আসাদুজামান বাবলু ও প্রচার সম্পাদক সৈয়দ ওহিদুল হক পুটু।
বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ১০নং শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বাঁগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস করির বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার, বেনাপোল পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ন আহ্বায়ক মোখলেজুর রহমান কাঁকন, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ আমিনুর রহমান, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, বেনাপোল পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অরেঞ্জসহ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply