মো: মুক্তার হোসেন (রাজশাহী) ।।
রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতি: উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আশিক ইকবাল ও সঙ্গীয় এস আই (নি:) সুমন কুমার সাহা, সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে (৫ আগস্ট) ৫ঃ৩৫ ঘটিকায় রাজপাড়া থানাধীন দাশপুকুর গ্রামস্থ জনৈক মাসুদ এর মাইক্রো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে শামসুল হক (২৯), পিতা মৃত আ: রব, সাং ভজরা, থানা দাউকান্দি, জেলা কুমিল্লা, এ/পি বাসা নং ৫৬/১/(ক), মানিক নগর, থানা মুগদা (ডিএমপি) ঢাকাকে তার ব্যাবহৃত প্রাইভেট কারসহ আটক করেন এবং আসামীর দেখানো মতে উক্ত কারের ব্যাক ডালার ভিতর হতে একটি কফি রঙের ট্রাভেল ব্যাগের মধ্যে ২ কেজি ওজনের তিনটি পোটলায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ওপর পলাতক আসামি মাদক ব্যাবসায়ী মেহেদী হাসান আরিফ (৩১), পিতা সোলেমান মিয়া,সাং সুয়ারখিল, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা এর নিকট হতে সে উক্ত মাদক অবৈধ উপায়ে সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেট কারে করে বহন করে ঢাকা হতে রাজশাহী নিয়ে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার মুল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
রাজপাড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান, অতি: উপ পুলিশ কমিশনার মোঃ আরেফীন জুয়েল।
Leave a Reply