বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে গ্রুপিং এর জেরে ভেঙ্গে ফেলা হয়েছে জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে নির্মিত তোরণ।
সোমবার (১৫ আগস্ট) ভোর রাতে স্থানীয় সাতমাইল বাজার এলাকায় নির্মিত তোরণটি পরিকল্পিত ভাবে ভেঙ্গে ফেলা হযেছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে নিজিস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানের জন্য নির্মিত তোরণটি ভেঙ্গে ফেলায় প্রতিপক্ষের ঘৃনতি চরিত্র ফুটে উঠেছে বলে দাবী জানিয়ে তিনি বলেন, যাহারা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত তোরণ ভেঙ্গে রাস্তায় ফেলতে পারে তারা কখনো আওয়ামীলীগের কর্মি হিসাবে পরিচয় দিতে পারেনা। দলের ভিতরে ঘাপটি মেরে থাকা এ সমস্ত বহিরাগতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে।
Leave a Reply