হীরা আহমেদ জাকির (ব্রাহ্মণবাড়িয়া) ।।
ব্রাহ্মণবাড়িয়া’র বিজয়নগর উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে, কয়েক লক্ষ টাকার, নিষিদ্ধ ঘোষিত রিং জাল ও কারেন্ট জাল জব্দ সহ আইন অমান্য করে এসব বিক্রির অপরাধে একাধিক ব্যবসায়ীকে জরিমানা আদায় করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার ১৬ আগস্ট সকালে উপজেলার আড়িয়ল বাজারের পার্শ্ববর্তী খাল থেকে ৩ টি জগৎবেড় জাল ও ১টি খড়াজাল জব্দ করা হয়। পরবর্তীতে আমতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি রিং জাল ও ৩৫০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল ব্যবসায়ী সারওয়ার রহমান কে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নির্দেশে জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
তিনি আরও বলেন, সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে, ১২৮ পাউন্ড কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা) জব্দ করে রামপুর বাজারে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর মালিক শেখ মো. মহরম আলী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, গত দু’দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দের পর পুড়িয়ে নষ্ট করা হয়েছে। দু’জন অবৈধ জাল ব্যবসায়ী কে ১ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল ব্যবসায়ী ও অবৈধ জাল ব্যবহার কারী জেলেদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান নিয়মিত চলবে।
Leave a Reply