মেহেদী হাসান (যশোর) ।।
যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় শার্শার নিজামপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দিনভর অনুষ্ঠিত এসকল দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার, যুবলীগ সভাপতি আলাউদ্দীন খাঁন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু, অর্থবিষয়ক সম্পাদক আবু মুছা, ছাত্রলীগ সাধরণ সম্পাদক বিপ্লব আহম্মেদ, ছাত্রলীগ নেতা মামুন শিকদার, আট নাম্বার ওয়ার্ড যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মশিয়ার রহমান ৪নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মিলন হোসেন এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৫ আগস্ট ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর ৩ পুত্র শেখ জামাল, শেখ কামাল, শিশুপুত্র রাসেল সহ মোট ২৬ জন নিহত হয়।
নির্মম এ ঘটনাটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দিবসটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শোক প্রকাশ করছে গোটা জাতি।
Leave a Reply