রংপুর প্রতিনিধি ।।
রংপুরের লোহাপট্টির বিউটি হাডওয়্যারের দোকানে হামলা চালিয়ে তছনছ ও লুটপাটের ঘটনায় বেতপট্টি রোডে মানবন্ধন করেছে ব্যবসায়ীরা। স্বতস্ফূর্ত এ প্রতিবাদ কার্যক্রমে অংশ নেন স্থানীয় দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতি, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতি, রংপুর জেলা সেনেটারি ব্যবসায়ী মালিক সমিতি, তালতলা রোড ব্যবসায়ী সমিতি, তালতলা রোড বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় পাঁচশত ব্যবসায়ী। মামলার জের ধরে মালিকানার দাবি নিয়ে এ হামলার নেতৃত্ব দিয়েছেন তুষার ক্রোকারিজের মালিক তুষার এমনটাই দাবি করেন তারা।
৭২ ঘণ্টার মধ্যে দোষি ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা। অন্যথায় কঠোর অন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে ক্রেতাদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসে আজ দুপুর ২টা থেকে দোকান খোলা রাখার ঘোষণাও দেন ব্যবসায়ীরা।
তারা বলেন, দোকানটিকে নিজের দাবি করে মাস দুয়েক আগেও একদল সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছিলেন তুষার। এরই ধারাবাহিকতায় থানায় মামলা করেছিলেন দোকান মালিক ভুট্টো।
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ একদল সন্ত্রাসী নিয়ে, দোকানে ঢুকে সিসি ক্যামরা ভাংচুরসহ হামলা চালায় তুষার। পরে দোকানটিতে তালা লাগিয়ে চলে যায়। তালা ভেঙ্গে মালিক ভুট্টোকে দোকান ফিরিয়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরেও হামলা চালানোর চেষ্টা চালায় উক্ত তুষারবাহিনী।
উল্লেখ্য, ৭০’র দশকে দোকানটির ভাড়াটিয়া চুক্তি করেছিলেন তুষারের পরিবার। পরে এ দোকানটির প্রথম মালিক দোকানটিকে বিক্রি করে দেন বর্তমান মালিক ভুট্টোর কাছে। এরপর থেকে তিনি নিষ্ঠার সাথে চালিয়ে আসছেন দোকানটি।
কিন্তু ৭০’র দশকের সেই ভাড়ার সূত্র ধরেই দোকানটির মালিকানা দাবি করে বসেন তুষার ও তার পরিবার। প্রথমবার হামলার পর মামলার জেরে গ্রেফতার হন তুষারের বাবা। জামিনে ছাড়া পান তিনি। জামিনে ছাড়া পেয়ে বাবা ও সন্তান মিলে বিউটি হার্ডওয়্যারের দোকানে সন্ত্রাসীসহ হামলা চালান তারা।
স্থানীয় ব্যবসায়িক নেতারা বলছেন, ভুয়া মালিক সেজে কি করে অন্য একজনের দোকান দাবি করেন একজন নিয়মিত ব্যবসায়ী- তা বোধে আসে না আমাদের। শুধু দাবি নয় মাত্র কয়েক মাসের ব্যবধানে কি করে দু’বার হামলা করতে পারেন তারা?
রংপুরের বেতপট্টির লোহাপট্টি একটি নিয়মিত ব্যবসা কেন্দ্র। ব্যবসার এমন মূল প্রাণকেন্দ্রে এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার ব্যবসায়ীরা।
Leave a Reply