মোকাররম হোসেন (ফুলবাড়ী, দিনাজপুর) ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের চকচকা গ্রামে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী সহ তথ্য সংগ্রহকারী ও সাংবাদিকগণ।
২১ আগস্ট হতে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা নিবার্চন অফিস সুত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে, নতুন ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধনের একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র। এছাড়া এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদে ভোটার করা হবে। সেইসাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী জানান, ২১ আগস্ট থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২১দিন চলবে। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে নাগরিকদের তথ্যে ভুলভ্রান্তি এড়াতে এবার প্রথমবারের মতো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে নাগরিকের তথ্য কম্পোজ এর পর তার একটি কপি দেওয়া হবে। ভোটারগণ সেই তথ্য যাচাই-বাছাই শেষে স্বাক্ষর দিয়ে ডাটা এ্যান্ট্রি অপারেটরের কাছে জমা দেবেন। নাগরিকের অন্যান্য দলিলাদির সঙ্গে এই ডকুমেন্টও ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
Leave a Reply