মোকাররম হোসেন (ফুলবাড়ী, দিনাজপুর) ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক দিনের ব্যবধানে একই স্থানে আবারও ঘটলো দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নৈশ কোচের চালক ও এক যাত্রী নিহত হন।
সোমবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলাধীন ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী এসআর পরিবহন ও ফুলবাড়ী হতে বিরামপুর অভিমুখী ভুট্টা বোঝায় ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নৈশ কোচ চালক মো. আব্দুল হাকিম(৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং নিহত যাত্রী মো. আশিক আলী(২৩) দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া(ডাঙাপাড়া) গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, সোমবার ভোরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গত ১৭ই আগস্ট একই স্থানে ট্রাক দুর্ঘটনায় একজন কাঠ ব্যবসায়ী নিহত হয়। তারপরই তেলবাহীসহ দুই ট্রাক পুকুরে উল্টে ব্যাপক ক্ষতি হয়। সপ্তাহ ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা ঘটায় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বারবার একই স্থানে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
Leave a Reply