আরিফুল ইসলাম (রাঙ্গামাটি) ।।
পার্বত্য রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইসমাইল হোসেন ও দুজন সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও আয়েশা আক্তার রিতার বদলি জনিত বিদায়ের কারনে বিদ্যালয় কতৃপক্ষ কতৃক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
এতে আরও উপস্থিত ছিলেন, বরকল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরকল কৃষক লীগের উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আছাদুজ্জামান, ভু্ষনছড়া প্যানেল চেয়ারম্যান ও ৫নং ইউপি সদস্য আব্দুস ছবুর তালুকদার, ইউপি সদস্য মোঃ রুহুল আমীন, প্রবীন আওয়ামী নেতা আব্দুল আউয়াল সিকদার, মোঃ জাকির হোসেন, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ শামসুল আলম, স্কুল শিক্ষিক মরিয়ম বেগম, আনজুমান আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
প্রধান শিক্ষকের বিদায়ে অত্র বিদ্যালয়ের প্রায় ২শতাধিক ছাত্র ছাত্রী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের অশ্রুশিক্ত বিদায়ের এমন ঘটনা সত্যি বিরল। প্রায় ১২ বছর ধরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের একান্ত প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি বর্তমানে সরকারিভাবেই অষ্টম শ্রেনী পর্যন্ত উন্নতি হয়।
এছাড়াও বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট ভবন, শিক্ষার্থীদের জন্য একাধিক বাথরুম নির্মান থেকে শুরু করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।এরকম আরও বিবিধ বিষয় বক্তাদের বক্তব্যে উঠে আসে।
পরিশেষে প্রধান শিক্ষকসহ সহকারী দু’জন শিক্ষকের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মাওলানা মোঃ আলী আশ্রাফ এবং নতুন ভবনের উদ্ধবোধন করা হয়।
Leave a Reply