মো. আল আমিন ।।
খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক হামদু চেয়ারম্যান গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
(২৬ আগস্ট) শুক্রবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিহাতা ইউনিয়নের আটলা ফুটবল খেলার মাঠে গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি আয়োজিত হয়।
মাছিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল আমিনুল হক পাভেল এর সভাপতিত্বে, সিনিয়র সমাজ সেবা অফিসার মনির হোসেন ভুইয়া’র সঞ্চালনায় উক্ত গোল্ডকাপ মিনি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, মো. জাকির ভুইয়া কাস্টমস অফিসার চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আমিন ভুইয়া সাবেক কার্যকরী সদস্য সদর উপজেলা আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া, মো. ইমরান ভুইয়া (প্রবাসী), মো. ইলিয়াস ভুইয়া সভাপতি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ মাছিহাতা, মো. ফটিক ভুইয়া বিশিষ্ট সমাজ সেবক, মো. জামাল ভুইয়া বিশিষ্ট সমাজ সেবক, মো. সোলাইমান ভুইয়া সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মাছিহাতা ইউনিয়ন, এছাড়াও উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের সকল সদস্যবৃন্দ সহ অত্র এলাকার নবীন প্রবীণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গোল্ডকাপ ফাইনাল খেলায়, মায়ের আদেশ একাদশ বনাম ভাই ভাই একাদশের মধ্যে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনায় ভরপুর এ ফাইনাল খেলায় ভাই ভাই একাদশ জয়ী হন। খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন এবং রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
Leave a Reply