মেহেদী হাসান ।।
যশোরের বেনাপোলে পুর্বশত্রুতার জেরে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের আহত হয়েছেন অর্নন্ত আটজন।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেনাপোল আমড়াখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, আমড়াখালি গ্রামের আলম (৫৫), শাহআলম (৪০), রিয়াজুল (২০), শুভ (১৮), ঈমান আলী (৫০) রওসান (৩০), বাবু (৩২) ও আরমান (৩০)। এদের মধ্যে আলমের অবস্থা আশস্কাজনক।
এদিকে দুই পক্ষের সংঘর্ষে সময় গ্রামের মুক্তার, আরমান ও মমিনের তিনটি বাড়ি ভাংচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এসময় তাদের গোয়ালে থাকা ১০/১২ টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা যায়, আমড়াখালি গ্রামের এক যুবককে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আমড়াখালি গ্রামের আলম ও বাবুর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে এ নিয়ে তর্কের এক সময় সংঘর্ষ বাধে।এতে উভয় পক্ষের আটজন আহত হয়।
আহতরা সবাই যশোর জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে বেনাপোল পোর্টথানার এস আই সোহেল জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দুপক্ষের আহতের খবর শোনা গেছে।সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে।
Leave a Reply