মেহেদী হাসান (যশোর) ।।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ৮৫/১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,
এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌল্লা সরদার অলোক, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহারাব হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাহেব আলী মেম্বার, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, উলাশি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সপরিবারে শাহাদাৎ বরনকারি সদস্যদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।
Leave a Reply