মো. মুক্তার হোসেন (রাজশাহী) ।।
রাজশাহীতে এবার বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও উজান থেকে ধেয়ে আসা পানির কারণে ফুলতে শুরু করেছে পদ্মা। তবে নদীতে স্রোত না থাকায় পদ্মায় চড় আরও প্রশস্থ হওয়ার পাশাপাশি হারাচ্ছে নাব্যতা (গভীরতা)।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছিল ১৬.৭২ মিটার উপর দিয়ে। এক সপ্তাহ আগে ২৫ আগস্ট যা ছিল ১৫.৮৬ মিটার। গত বছরের এই সময়ে পদ্মা নদীতে পানি প্রবাহিত হয়েছিল ১৬.৯১ মিটার উপর দিয়ে। পদ্মার নদীর পানি ১৮.৫০ মিটার উপর দিয়ে প্রবাহিত হলে তা বিপদসীমা হিসেবে ধরা হয়।
তিনি আরও জানান, রাজশাহীর পদ্মার উজানের (পশ্চিম) দিকটা ভারত। উজানের দিকে বৃষ্টিপাত হয়েছে। যে কারণে রাজশাহীর পদ্মা নদীতে পানি বাড়ছে। বাকুরা, বিহার ও মালদা এলাকায় বৃষ্টিপাত বেশি হলে রাজশাহীর পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ভারতের পানির ঢল রাজশাহীর পদ্মায় আসতে প্রায় তিন দিন সময় লাগে। ভারতের গঙ্গা ও চাঁপাইনবাগঞ্জের মহানন্দা থেকে প্রবাহিত হয়ে আসা পানি পদ্মা নদী হয়ে গোয়ালন্দ হয়ে সমুদ্রে মিশে।
সরেজমিনে পদ্মা নদী তীরে গিয়ে দেখা যায়, বিশাল পদ্মায় পানি বাড়লেও উজানের সেই পানি নদীর বুকে জেগে ওঠা চড়গুলো এখনো ডুবিয়ে দিতে সক্ষম হয়নি। চরে বুকে গজানো কাশবন এখন হাটু পানিতে দাঁড়িয়ে রয়েছে।
পদ্মা নদী সংলগ্ন তালাইমারি এলাকার বাসিন্দা রাফিউল হক জানান, নদীতে স্রোত না থাকায় পলিমাটি সরতে পারছে না। বছরের পর বছর নদীর বুকে পলি জমে শক্ত মাটিতে রূপ নিয়েছে। ফলে সময়ের সাথে সাথে চরগুলো আরও বিশাল হচ্ছে। এতে করে নদীর নাব্যতা সংকটের পাশাপাশি বিশালতা হারাচ্ছে পদ্মা। আর পদ্মার চরে জমে থাকা বালি রোদে গরম হয়ে দখিনা বাতাসের মাধ্যমে এর উত্তাপ শহরে এসে রাজশাহী শহরকে আরও বেশি উত্তপ্ত করে তুলছে।
After I originally commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve 4 emails with the same comment. Is there a means you can remove me from that service? Many thanks!