নাটোর প্রতিনিধি
২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য অধিদপ্তর নাটোরের আয়োজনে উত্তরা গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়াড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আজ রবিবার (১৮ সেপ্টেম্বর, ২০২২ ইং) খেলার সামগ্রী বিতরণ করেন নাটোর-২ আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম আকরাম, নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার উপদেষ্টা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলার সভাপতি আমিরুল ইসলাম জনিসহ আরও অনেকে।
[…] […]