খবরের ফেরিওয়ালা প্রতিবেদন
১৯৯৮ সাল থেকে ২৪ সেপ্টেম্বর তারিখে পালিত হচ্ছে ‘বিশ্ব মীনা দিবস’ স্বীকৃতি পেয়ে আসছে।‘মীনা কার্টুন’-এর মীনা নব্বই দশকের একটি জনপ্রিয় চরিত্র। গ্রামের কন্যাশিশুরা শত ইচ্ছা থাকলেও স্কুলে পড়তে যেতে পারে না, এই নিয়ে ইউনিসেফ নির্মিত কার্টুনের প্রধান চরিত্রই মীনা। এটি হয়ে ওঠে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কন্যাশিশুদের প্রতীকী চরিত্র। মীনা চরিত্রটি কাল্পনিক হলেও এর রয়েছে সামাজিক বাস্তবতা।
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধকল্পে অঙ্গীকার নিয়ে বিশ্বে পালিত হয় ইউনিসেফের ঘোষিত এ দিবসটি।
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’-এই প্রতিপাদ্য নিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে।
প্রতিবছর সরকার, এনজিও ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতায় জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষিত দিবসটি সাড়ম্বরে উদযাপন করে থাকে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে দিবসটি বেশ গুরুত্ব সহকারে উদযাপিত করা হয়।
প্রতি বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় নাটোর জেলাধিন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা, মীনা কার্টুন থেকে নাটিকা, প্রজেক্টরের মাধ্যমে মীনা কার্টুন প্রদর্শনী ও র্যালীর মাধ্যমে এবারের ‘বিশ্ব মীনা দিবস’ উদযাপন করা হয়েছে।
মীনা নাটিকাটিতে অংশগ্রহন করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী জান্নাতুল ফুল (মীনা চরিত্র), মমিন হাসান (মিঠু), জীবন (রাজু), খাদিজা তুল বুশরা (মীনা’র মা), মুরসালিন (বাবা), নাওশিন (শিক্ষিকা), মেহেদী (মেম্বার চাচা), জুবায়ের (মুরগী), রবিউল (মুরগী) ও শামসুজ্জোহা (মুরগী চোর)’র অভিনয়ে মীনা নাটিকাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুজিস্তা বেগম, সহ: শিক্ষিকা মোছা: ফুলনাহার, মর্জিনা, শাকিরা, মুশফেকুন, তুলি সিং, মিলি খাতুন, গাউছুন নাহার, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আইরিন পারভীন ও সদস্য যতেন্দ্রনাথ সরকার।
আরও যা জানাবে খবরের ফেরিওয়ালা-
প্রথম শ্রেণির ছাত্রের উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীর নিকট চিঠি
জামতলায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘীরে শিক্ষককে মারপিট! নিরাপত্তাহীনতায় ভোটাররা
প্রশ্নফাঁস করে গ্রেফতার কেন্দ্র সচিব-শিক্ষক, যা বললেন শিক্ষা সচিব
Leave a Reply